শনিবার, ৪ জুন, ২০১৬

পরিবেশ সুরক্ষা ও ইসলাম


ইসলাম ডেস্ক

ঢাকা: ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। ইসলাম পরিবেশ রক্ষায় বিশেষ গুরুত্বারোপ করেছে। আমাদের এ সুন্দর পরিবেশ মহান আল্লাহ পাক সৃষ্টি করেছেন। মানুষের কল্যাণ ও জীবনধারণের প্রয়োজনে পরিবেশে বিদ্যমান যাবতীয় জিনিসও আল্লাহ তৈরি করেছেন। তিনি কোনোটাই অপ্রয়োজনে তৈরি করেননি। সুরা ইয়াসিনের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদের পরিবেশে উপস্থিত ভূমিকে মানুষের কল্যাণে কিভাবে নিয়োজিত করেছেন তার সুন্দর বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, ‘তাদের জন্য একটি নিদর্শন মৃত ভূমি। আমি একে সজ্জীবিত করি এবং তা থেকে উত্পন্ন করি শস্য, তা তারা ভক্ষণ করে। আমি তাতে সৃষ্টি করি খেজুর এবং প্রবাহিত করি ঝরনা। যাতে তারা ফল পায়।’ সূরা আল-বাকারার ২২ নম্বর আয়াতে আল্লাহ পাক আরো বলেন, ‘যে পবিত্র সত্তা তোমাদের জন্য ভূমিকে বিছানা ও আকাশকে ছাদস্বরূপ স্থাপন করে দিয়েছেন আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের জন্য ফল-ফসল উত্পন্ন করেছেন তোমাদের খাদ্য হিসেবে - See more 

Source : Dhakatimes24

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন