নতুন বই নিয়ে বরাবরই অন্য রকম এক আনন্দ-আবেগ থাকে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে। সেই আনন্দ কম নেই শিক্ষক আর অভিভাবকদেরও। নতুন বইয়ের সুবাস নিতে অপেক্ষা করছে সবাই। রবিবার সেই আকাঙ্ক্ষিত বই উৎসব। দেশের চার কোটি ২৬ লাখ ৩৫ হাজার ৯২৯ জন শিক্ষার্থীর হাতে বিনা মূল্যে নতুন বই তুলে দেওয়া হবে, যা বিশ্বে বিরল নজির। এ ছাড়া প্রথমবারের মতো নিজের ভাষার বই তুলে দেয়া হবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ২৪ হাজার ৬৬১ জন শিক্ষার্থীর হাতে।প্রথমবারের মতো ব্রেইল বই পাবে দৃষ্টিবন্ধী শিক্ষার্থীরা।
শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬
শিক্ষার সব ত্রুটি আমরা সমাধান করবো: নাহিদ
শিক্ষা ব্যবস্থায় নানা ত্রটি রয়েছে স্বীকার করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকার সব কিছুর সমাধানে কাজ করছে। এগুলো একটা সংগ্রামের বিষয়, একদিনে হয় না। কিন্তু সরকার বসে নেই।
শনিবার সকালে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমাদের নানা রকম ত্রুটি আছে। পাঠ্য বইয়ে, পরীক্ষা গ্রহণে, অতিরিক্ত বইয়ের বোঝা, কঠিন বই- সব কিছু আমরা সমাধানের জন্য চেষ্টা করছি।’ তিনি বলেন, ‘এটা সময়সাপেক্ষ ব্যাপার। আমরা সব কিছুর সমাধান করবো। এটা কঠিন একটা সংগ্রামের ব্যাপার, আমরা এগিয়ে যাবো, আমাদের শিক্ষার মান বৃদ্ধি পাবে।’
শনিবার সকালে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমাদের নানা রকম ত্রুটি আছে। পাঠ্য বইয়ে, পরীক্ষা গ্রহণে, অতিরিক্ত বইয়ের বোঝা, কঠিন বই- সব কিছু আমরা সমাধানের জন্য চেষ্টা করছি।’ তিনি বলেন, ‘এটা সময়সাপেক্ষ ব্যাপার। আমরা সব কিছুর সমাধান করবো। এটা কঠিন একটা সংগ্রামের ব্যাপার, আমরা এগিয়ে যাবো, আমাদের শিক্ষার মান বৃদ্ধি পাবে।’
নারীদের অদক্ষ রেখে উন্নত বাংলাদেশ অসম্ভব: চুমকি
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, প্রায় দুই কোটি অদক্ষ নারী বর্তমানে বাসগৃহে আবদ্ধ রয়েছে। দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। এসব নারীকে অদক্ষ রেখে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র করা যাবে না।
প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী-সমাজ অর্থনৈতিকভাবে এগিয়ে না এলে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে না।
শুক্রবার দুপুরে কক্সবাজার কালচারাল একাডেমী মিলনায়তনে জাতীয় মহিলা সংস্থার ব্যবস্থাপনায় বাস্তবায়িত ‘অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্
প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী-সমাজ অর্থনৈতিকভাবে এগিয়ে না এলে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে না।
শুক্রবার দুপুরে কক্সবাজার কালচারাল একাডেমী মিলনায়তনে জাতীয় মহিলা সংস্থার ব্যবস্থাপনায় বাস্তবায়িত ‘অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্
নতুন বছরে বিয়ে করছেন কঙ্গনা
২০১৭ সালে বিয়ে করছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। এজন্য নতুন বছর কঙ্গনার কাছে খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিউ ইয়ারের গ্র্যান্ড প্ল্যান নিয়ে জানতে চাওয়া হলে কঙ্গনা বলেন, ‘নতুন বছর আমি বিয়ে করব।’
২০১৬ সালে বড়পর্দায় দেখা যায়নি কঙ্গনাকে। তবে হেডলাইনে ছিলেন তিনি। সৌজন্যে হৃতিক রোশনের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন। সেই সূত্রে বিস্তর আইনি ঝামেলাও সামলেছেন। কিন্তু কঙ্গনার কাছে এ সব এখন অতীত।
২০১৬ সালে বড়পর্দায় দেখা যায়নি কঙ্গনাকে। তবে হেডলাইনে ছিলেন তিনি। সৌজন্যে হৃতিক রোশনের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন। সেই সূত্রে বিস্তর আইনি ঝামেলাও সামলেছেন। কিন্তু কঙ্গনার কাছে এ সব এখন অতীত।
খুলনায় আ.লীগ নেতাকে গুলি, প্রাণ গেল পথচারীর
হত্যাচেষ্টা থেকে বেঁচে গেছেন খুলনা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক জেড এ মাহমুদ ডন। তবে তাকে হত্যার করতে ছোড়া গুলি প্রাণ কেড়ে নিলো এক নারীর। তার নাম শিপ্রা কু-ু।
শনিবার বেলা পৌনে ১১টার দিকে মহানগরীর দোলখোলার মোড়ে এই ঘটনা ঘটে। শিপ্রা ব্যাংক কর্মকর্তা চিত্তরঞ্জন কু-ুর স্ত্রী। তিনি পূজার ফুল কিনতে দোলখোলায় গিয়েছিলেন।
শনিবার বেলা পৌনে ১১টার দিকে মহানগরীর দোলখোলার মোড়ে এই ঘটনা ঘটে। শিপ্রা ব্যাংক কর্মকর্তা চিত্তরঞ্জন কু-ুর স্ত্রী। তিনি পূজার ফুল কিনতে দোলখোলায় গিয়েছিলেন।
দেশটা কি আওয়ামী লীগের তালুকদারি: রিজভী
দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ বিএনপি। ওইদিন বিএনপিকে জনগণ কোনো কর্মসূচি পালন করতে দেবে না-আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের এমন বক্তব্যের নিন্দা জানিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, এই দেশ কেবল আওয়ামী লীগের নয়।
৫ জানুয়ারি বাধা এলে বিচার করবে জনগণ: মোশাররফ
দশম জাতীয় সংসদ নির্বাচনের তৃতীয় বর্ষপূর্তিতে বিএনপির ঘোষিত কর্মসূচিতে সরকার বাধা দিলে জনগণ এর বিচার করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটর সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
শনিবার সকালে কৃষক দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মোশাররফ।
শনিবার সকালে কৃষক দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মোশাররফ।
হোয়াইটওয়াশের সঙ্গে রেটিংয়ে অবনমন
তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পাশাপাশি রেটিং হারানোর জ্বালায় পুড়তে হচ্ছে বাংলাদেশকে। মাশরাফিদের চারটি পয়েন্ট হারাতে হয়েছে।
শেষ ম্যাচে বাংলাদেশ ৮ উইকেটে হেরে যায়। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৩৬ রান তোলে লাল-সবুজের প্রতিনিধিরা। জবাবে ৯ ওভার হাতে রেখে ম্যাচ বের করে স্বাগতিক নিউজিল্যান্ড।
শেষ ম্যাচে বাংলাদেশ ৮ উইকেটে হেরে যায়। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৩৬ রান তোলে লাল-সবুজের প্রতিনিধিরা। জবাবে ৯ ওভার হাতে রেখে ম্যাচ বের করে স্বাগতিক নিউজিল্যান্ড।
শিক্ষার মানের মাত্রাটা কী: প্রধানমন্ত্রী
বাংলাদেশে শিক্ষার মান নিয়ে যারা প্রশ্ন তুলছেন তাদের কাছে মানের মাত্রা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, একটা কথা বলে দিলেই হলো না। এর ব্যাখ্যা দিতে হবে আর সেটা কার্যকর করার জন্য সহযোগিতাও করতে হবে।
শনিবার সকালে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরের বছর থেকে ১ জানুয়ারি সরকার আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করে। একে পাঠ্যপুস্তক উৎসব নাম দেয়া হয়েছে। শুরুতে কেবল প্রাথমিকের শিক্ষার্থীরা সবাই নতুন বই এই বই পেলেও গত তিন বছর ধরে মাধ্যমিকের শিক্ষার্থীদেকেও বিনামূল্যে বই দেয়া হচ্ছে।
শনিবার সকালে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরের বছর থেকে ১ জানুয়ারি সরকার আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করে। একে পাঠ্যপুস্তক উৎসব নাম দেয়া হয়েছে। শুরুতে কেবল প্রাথমিকের শিক্ষার্থীরা সবাই নতুন বই এই বই পেলেও গত তিন বছর ধরে মাধ্যমিকের শিক্ষার্থীদেকেও বিনামূল্যে বই দেয়া হচ্ছে।
সেই নিউজিল্যান্ডের কাছেই হোয়াইটওয়াশ বাংলাদেশ
শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬
হিউম্যান হলারে অন্যরকম ঝুঁকি
‘চাইপ্যা বহেন’
‘ওই ব্যাটা, এখানে কয়জনকে বসাবি’
‘ছয় জন বইবো, পুশাইলে বহেন, তাইলে নাইম্যা জান’
রাজধানীর নীলক্ষেত মোড় থেকে ফার্মগেট পর্যন্ত চলাচলকারী একটি হিউম্যান হলারের ভেতর যাত্রীর সঙ্গে চালকের সহকারীর বাদানুবাদের সময় এই কথা বলাবলি হচ্ছিল। বাহনটির পেছনে দুটি সারিতে ছয় জন করে তুলতে চাইছে চালকের সহকারী। কিন্তু যাত্রীরা বলছেন বসবে পাঁচজন।
এই বসচা নিত্য দিনের। রাজধানীতে বাস-হিউম্যান হলারসহ সব বাহনেই ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করার অভিযোগ আছে। এ ক্ষেত্রে হিউম্যান হলারের পেছনের পাশাপাশি সামনের অংশেও বহন করা হয় অতিরিক্ত যাত্রী। কোনো গাড়ির সামনেই দুই জনের বেশি বসা না গেলেও হিউম্যান হলারে চালকের পাশাপাশি বসানো হয় দুই জন যাত্রী।
‘ওই ব্যাটা, এখানে কয়জনকে বসাবি’
‘ছয় জন বইবো, পুশাইলে বহেন, তাইলে নাইম্যা জান’
রাজধানীর নীলক্ষেত মোড় থেকে ফার্মগেট পর্যন্ত চলাচলকারী একটি হিউম্যান হলারের ভেতর যাত্রীর সঙ্গে চালকের সহকারীর বাদানুবাদের সময় এই কথা বলাবলি হচ্ছিল। বাহনটির পেছনে দুটি সারিতে ছয় জন করে তুলতে চাইছে চালকের সহকারী। কিন্তু যাত্রীরা বলছেন বসবে পাঁচজন।
এই বসচা নিত্য দিনের। রাজধানীতে বাস-হিউম্যান হলারসহ সব বাহনেই ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করার অভিযোগ আছে। এ ক্ষেত্রে হিউম্যান হলারের পেছনের পাশাপাশি সামনের অংশেও বহন করা হয় অতিরিক্ত যাত্রী। কোনো গাড়ির সামনেই দুই জনের বেশি বসা না গেলেও হিউম্যান হলারে চালকের পাশাপাশি বসানো হয় দুই জন যাত্রী।
শিক্ষামন্ত্রীর মেয়েকে বিয়ে করছেন ইমরান সরকার
খেজুরের রসে বাদুড়ের প্রস্রাব! (ভিডিও)
শীতের সকালে যদি শখ করে হলেও দুই একবার গ্লাস ভর্তি টাটকা তাজা কাঁচা খেজুরের রস চুমুক দিয়ে থাকেন তাহলে খুব বেশি সম্ভাবনা আছে আপনি খানিকটা হলেও বাদুড়ের প্রস্রাব খেয়েছেন। মানতে কষ্ট হচ্ছে? তবু মানতেই হবে। তার কারন খেজুর গাছের গা চেঁছে যে রস বের করা হয়, সারারাত সেটা ফোটায় ফোটায় জমা হয় মাটির হাড়িতে। নিশাচর বাদুড় এই রস খাওয়ার লোভে খেজুর গাছে ভিড় জমায়। তারপর লোভাতুর জিভ দিয়ে চেটে চেটে খায় খেজুরের রস। আর একবার খাওয়া শুরু করলে এমনই খাওয়া খায় যে পেটে রস ভরতে গিয়ে প্রস্রাব করে দেয় জায়গা খালি করতে। আর এই প্রস্রাব তো বাতাসে মিলিয়ে যাওয়ার নয়, ওটা গিয়ে পড়ে খেজুর রসের হাড়িতেই। তাই মানেন আর না মানেন, কাঁচা খেজুরের রস যদি সরাসরি খেয়ে থাকেন তাহলে খুব সম্ভবত আপনি বাদুড়ের প্র্রস্রাবও খেয়েছেন তার সাথে সাথে।
বস্তি থেকে হলিক্রসে, ১৩ জিপিএ-৫
দারিদ্র, জীবন-সংগ্রাম কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারেনি আল-আমিন হোসেন ও হাসিনা আক্তারের ছোট্ট জীবনে। কাঁচামালের দোকান চালিয়েও এরা দুজন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। বিস্ময়কর এই সাফল্যগাঁথা সৃষ্টির পেছনে অনুঘটক হিসেবে কাজ করেছে দেশের খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের বৈকালিক লেখাপড়া কর্মসূচি। আল-আমিন ও হাসিনার মতো আরো ১১ জন অর্থাৎ এই কর্মসূচি থেকে মোট ১৩ জন শিক্ষার্থী এবার জিপিএ-৫ পেয়েছে।
নিবন্ধন হারানোর ঝুঁকিতে বিএনপি
আইন মানলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’কে অংশগ্রহণ করতেই হবে। অংশগ্রহণ না করলে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-১৯৭২ অনুযায়ী দলটির নিবন্ধন বাতিল হয়ে যাবে। শুধু বিএনপি নয়, দশম জাতীয় নির্বাচনে বিএনপি’র সাথে নির্বাচনে অংশ না নেয়া ২৭টি রাজনৈতিক দলকেও একই ভাগ্য বরণ করতে হবে যদি তারা আবারো একই পথে হাঁটেন।
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়ার পাল্টা ব্যবস্থা আসছে
একটি চিঠি: সেই দিন আর এই দিন
দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বিরোধী দলের নেত্রী। প্রধানমন্ত্রী চীনে রাষ্ট্রীয় সফরে যাবার উদ্দেশে বিমানে উঠলেন। তাঁকে বহনকারী বিমান বাংলাদেশের আকাশসীমা ছাড়াতেই দেশের একটি বাদে সবগুলো জেলায় একযোগে বোমা ফাটলো। সঙ্গে জঙ্গিবাদী জেএমবির লিফলেট। বোমাগুলো শক্তিশালী ছিল না। কোথাও কেউ হতাহত হয়নি। কিন্তু এ ঘটনা সারা দুনিয়াকে জানিয়ে দিল বাংলাদেশে গোপনে বেড়ে উঠেছে জঙ্গিবাদ। এরপর আরো কয়েক জায়গায় আত্মঘাতী জঙ্গি হানায় হতাহতের ঘটনা ঘটলো। প্রধানমন্ত্রী জঙ্গিবাদ দমনে কঠিন প্রত্যয় ব্যক্ত করলেন। জাতির এ সংকটকালে আলোচনার আহ্বান জানিয়ে চিঠি লিখলেন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে।
বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬
বছরজুড়ে মোস্তাফিজ
দেখতে দেখতে শেষের দিকে ২০১৬। আর মাত্র একদিন পরেই ২০১৭ সালকে স্বাগত জানাবে বিশ্ব। পরিবর্তনের ছোঁয়া লাগবে পঞ্জিকার পাতায়। উদিত হবে নতুন দিনের সূর্য। গেল বছরের পাওয়া না পাওয়ার গল্প ছেড়ে আগামী দিনের প্রত্যাশা নিয়ে পথ চলবে বিশ্ববাসী। তাতে করে অতীত ভুললেও চলবে না। নতুনকে গ্রহণ করার আগে চলুন দেখে আসি পুরাতনের উপাখ্যান।
একাদশ সংসদ নির্বাচন; বর্জন করলে নিবন্ধন হারাবে বিএনপিসহ ২৭টি দল
আইন মানলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’কে অংশগ্রহণ করতেই হবে। অংশগ্রহণ না করলে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-১৯৭২ অনুযায়ী দলটির নিবন্ধন বাতিল হয়ে যাবে। শুধু বিএনপি নয়, দশম জাতীয় নির্বাচনে বিএনপি’র সাথে নির্বাচনে অংশ না নেয়া ২৭টি রাজনৈতিক দলকেও একই ভাগ্য বরণ করতে হবে যদি তারা আবারো একই পথে হাঁটেন।
‘পয়সা’ দোহানে চলে না বাবা, কাগজের ট্যাকা দেন
নাম নূর মোহাম্মদ। বয়স ৬০ বছর। পেশায় তিনি একজন ভিক্ষুক। তবে নূর মোহাম্মদ আগে ভিক্ষুক ছিলেন না। সমাজের আট-দশটা মানুষের মত তারও সংসার ছিলো। ছিলো জীবিকা নির্বাহের জন্য একটি কর্ম। তিনি কাজ করতেন নিজ এলাকার একটি রাইস মিলে। থাকেন ধামরাইয়ের কুশুরা এলাকায়। তিন ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে দুবেলা খেয়ে দিন ভালোই কেটে যাচ্ছিলো নূর মোহাম্মদের।
মিরাজ কেন নয়, কেন তানবীর? রুবেলের পরিবর্তে শুভাশীষইবা কেন?
নিউজিল্যান্ডে পরপর দুটি ম্যাচে হেরে গেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে করার তেমন কিছু ছিল না, এতবড় স্কোরের বিপক্ষে। কিন্তু দ্বিতীয় ম্যাচ নিয়ে আমি খুবই হতাশ। খেলা দেখে আমার মনটাই খারাপ হয়ে গেল। কি করলেন টপ অর্ডার ব্যাটসম্যানরা?
কি শট খেললেন তামিম, সাকিবরা? আমরা জানি নেলসের উইকেট খুই ব্যাটিং সহায়ক। এই মাঠে স্বাগতিকদের ২৫১ রানে আটকে ফেলাটা অনেক বড় কৃতিত্ব আমাদের বোলারদের। জয়ের সহজ সুযোগ তৈরী হয়েছিল। এক পর্যায়ে রান ছিল এক উইকেটে ১০১। সামনে বড় কোনো টার্গেট ছিল না। রান রেটের বিষয় ছিল না। উইকেট থাকলে লক্ষ্যে পৌঁছানো কোনো ব্যাপারই ছিল না। কিন্তু হলো না। ২৫১ রানর ম্যাচে ৬৭ রানে হেরে যাওয়া অনেক বড় ব্যাপার। বড় হার। এই হার মেনে নেওয়াটা কস্টের।
কি শট খেললেন তামিম, সাকিবরা? আমরা জানি নেলসের উইকেট খুই ব্যাটিং সহায়ক। এই মাঠে স্বাগতিকদের ২৫১ রানে আটকে ফেলাটা অনেক বড় কৃতিত্ব আমাদের বোলারদের। জয়ের সহজ সুযোগ তৈরী হয়েছিল। এক পর্যায়ে রান ছিল এক উইকেটে ১০১। সামনে বড় কোনো টার্গেট ছিল না। রান রেটের বিষয় ছিল না। উইকেট থাকলে লক্ষ্যে পৌঁছানো কোনো ব্যাপারই ছিল না। কিন্তু হলো না। ২৫১ রানর ম্যাচে ৬৭ রানে হেরে যাওয়া অনেক বড় ব্যাপার। বড় হার। এই হার মেনে নেওয়াটা কস্টের।
‘ঘাতক’ উইলিয়ামসনকে নিয়ে পরিকল্পনা ছিল না বাংলাদেশের
শিশু জিহাদের মৃত্যুর মামলায় যুক্তিতর্ক ১০ জানুয়ারি
‘স্বৈরাচারী কী কাজ করেছি আমি?’
সেনাপ্রধান থাকা অবস্থায় নিজে থেকে ক্ষমতা দখল করেননি দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, তিনি ওই পরিস্থিতিতে ক্ষমতা নিতে বাধ্য হয়েছিলেন। তাকে কেন স্বৈরাচারী বলা হয় তাও জানতে চেয়েছেন এরশাদ।
আগামী ১ জানুয়ারি রাজধানীতে জাতীয় পার্টির মহাসমাবেশ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এরশাদ এ কথা বলেন।
আগামী ১ জানুয়ারি রাজধানীতে জাতীয় পার্টির মহাসমাবেশ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এরশাদ এ কথা বলেন।
ডাক বিভাগের সেলফি মেশিন
স্মার্টফোনে প্রতিদিন অজস্র সেলফি তোলা হয়। কিন্তু যাদের স্মার্টফোন নেই তারা কীভাবে সেলফি তুলবেন? কিংবা দরকারী কাজে হঠাৎ প্রয়োজন হলো পাসপোর্ট কিংবা স্ট্যাম্প সাইজ ছবির। আশেপাশে নেই কোনো স্টুডিও। এখন উপায়?এই সমস্যার সমাধানে এগিয়ে এলো বাংলাদেশ ডাক বিভাগে। এখন থেকে পোস্ট অফিসে থাকবে ভিউকার্ড মেশিন। এই মেশিনে সেলফি কিংবা দরকারী ছবি তুলে তা তাৎক্ষনিকভাবে প্রিন্ট দেয়া যাবে। এজন্য খরচ হবে মাত্র বিশ টাকা।
মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬
‘স্টার জলসা’ বনাম ‘ইউসুফ জুলেখা, সুলতান সুলেমান এবং অান্দোলন’
অাচ্ছা,
ছেলেরা স্টার জলসা, স্টার প্লাস এর নাটক পছন্দ করে না, কিন্তু, ইউসুফ জুলেখা অার সুলতান সুলেমান কেন পছন্দ করে?
দুটাই তো বিদেশী! প্রশ্নতো থাকেই..
উত্তর টা অামিই দেই?
স্টার জলসা অার স্টার প্লাস নাটকগুলোতে পুরুষ শাসিত সমাজে প্রতিবাদী কিছু নারী এবং গতানুগতিক কোটনামী। যেটাতে অধিকাংশই নারী ক্যারেক্টাের নির্ভর।
অার ইউসুফ জুলেখা, সুলতান সুলেমান পুরুষ শাসিত সমাজে প্রতিবাদহীন নারীর বাধ্যতা কিংবা মাথা নিচু করে মেনে নয়া অার গতানুগতিক কোটনামী। যেটাতে অধিকাংশই পুরুষ ক্যারেক্টার নির্ভর।
ছেলেরা স্টার জলসা, স্টার প্লাস এর নাটক পছন্দ করে না, কিন্তু, ইউসুফ জুলেখা অার সুলতান সুলেমান কেন পছন্দ করে?
দুটাই তো বিদেশী! প্রশ্নতো থাকেই..
উত্তর টা অামিই দেই?
স্টার জলসা অার স্টার প্লাস নাটকগুলোতে পুরুষ শাসিত সমাজে প্রতিবাদী কিছু নারী এবং গতানুগতিক কোটনামী। যেটাতে অধিকাংশই নারী ক্যারেক্টাের নির্ভর।
অার ইউসুফ জুলেখা, সুলতান সুলেমান পুরুষ শাসিত সমাজে প্রতিবাদহীন নারীর বাধ্যতা কিংবা মাথা নিচু করে মেনে নয়া অার গতানুগতিক কোটনামী। যেটাতে অধিকাংশই পুরুষ ক্যারেক্টার নির্ভর।
রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন মিঠুন চক্রবর্তী
সংলাপে অংশ নিতে বঙ্গভবনে ওয়ার্কার্স পার্টি
আত্মঘাতী নারী ‘জঙ্গি’ নিয়ে উদ্বিগ্ন সরকার: ওবায়দুল কাদের
খালেক মণ্ডলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ২৩ ফেব্রুয়ারি
একাত্তরে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য মাওলানা আব্দুল খালেক মণ্ডলের বিরুদ্ধে ২৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রাষ্ট্রপক্ষের এক মাস সময় আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল এ দিন নির্ধারণ করেন।
রাষ্ট্রপক্ষের এক মাস সময় আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল এ দিন নির্ধারণ করেন।
দুই বছরেও শ্রমিকদের বেতন বাড়ানোর যৌক্তিকতা নেই: শ্রম প্রতিমন্ত্রী
বড়দিনে বিষাক্ত মদ পানে ২৬ জনের মৃত্যু
পাকিস্তানের পাঞ্জাবে বিষাক্ত মদ পান করে ২৬ জন মারা গেছেন এবং আরও অনেকে অসুস্থ হয়ে পড়েছে্ন। দেশটির পুলিশের বরাত দিয়ে বিবিসি আজ মঙ্গলবার এ খবর জানায়।
রাজধানী ইসলামাবাদের ৩৩৮ কিলোমিটার দক্ষিণে তোবা টেক সিং এলাকার খ্রিস্টান কলোনিতে বড়দিন উদযাপনের সময় এই ঘটনা ঘটে। মৃতদের মধ্যে ২৪ জন খ্রিস্টান এবং দুজন মুসলিম।
রাজধানী ইসলামাবাদের ৩৩৮ কিলোমিটার দক্ষিণে তোবা টেক সিং এলাকার খ্রিস্টান কলোনিতে বড়দিন উদযাপনের সময় এই ঘটনা ঘটে। মৃতদের মধ্যে ২৪ জন খ্রিস্টান এবং দুজন মুসলিম।
সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬
স্মার্টফোনের স্ক্রিন টাচ করলেই চার্জড হবে ব্যাটারি
স্মার্টফোনের বড় সমস্যা তার ব্যাটারি। কারণ অনেক বেশী স্যোশাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকলে চার্জ চলে যায়। এবার আর শেষ হবে না ফোনের চার্জ। এখন থেকে আপনার স্মার্টফোনের স্ক্রিনটিকে জাস্ট টাচ করুন বা স্ক্রল করুন। তাহলেই বেড়ে যাবে আপনার ফোনের ব্যাটারি লাইফ। গবেষকরা ঠিক এরকমই এক প্রযুক্তি আবিষ্কারের পথে। শুধু স্মার্টফোনের স্ক্রিন স্ক্রল করাই নয়। আপনার হাতঘড়িটি স্পর্শ করেও চার্জ দেওয়া যাবে।
রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬
কঠিন পরিস্থিতিতে সাকিবের লড়াকু হাফ সেঞ্চুরি
নিউজিল্যান্ডের দেয়া ৩৪২ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে এদিন শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৪৮ রানে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে টাইগাররা। এরপর ব্যাট করতে নামেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
৫০ বল খেলে তিনি পূর্ণ করেন হাফ সেঞ্চুরি। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের ৩২তম অর্ধশত। এদিন ৫৪ বল খেলে ৫৯ রান করে ফেরেন সাকিব। এই রান করতে পাঁচটি চার ও দুইটি ছয় মারেন সাকিব। ইনিংসের ২৮তম ওভারে লকি ফার্গুসনের বলে টিম সাউদির হাতে ধরা পড়েন তিনি।
৫০ বল খেলে তিনি পূর্ণ করেন হাফ সেঞ্চুরি। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের ৩২তম অর্ধশত। এদিন ৫৪ বল খেলে ৫৯ রান করে ফেরেন সাকিব। এই রান করতে পাঁচটি চার ও দুইটি ছয় মারেন সাকিব। ইনিংসের ২৮তম ওভারে লকি ফার্গুসনের বলে টিম সাউদির হাতে ধরা পড়েন তিনি।
আশুলিয়ায় খুলেছে কারখানা, কাজে যোগ দিয়েছে শ্রমিকরা
সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জেরে পাঁচ দিন বন্ধ থাকার পর ৫৫টি কারখানা খুলে দেওয়া হয়েছে। সোমবার ভোর থেকে শ্রমিকদের কারখানায় এসে কাজে যোগ দিতে দেখা গেছে। তবে শিল্পাঞ্চলের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সড়কে টহল দিচ্ছে র্যাব, পুলিশ ও শিল্পপুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ দল।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)