বাংলাদেশ ক্রিকেট দলের খেলা দেখলে আমার চোখ ভিজে ওঠে। কখনও আনন্দে, কখনও
কষ্টে। কেনো জানি এখানে এসে আবেগ ধরে রাখতে পারি না। বুধবার রাতে যখন
স্কোরকার্ডে ইংলিশদের জয় পেতে ৬ রান দরকার তখন বল হাতে শফিউল। কিন্তু
বারবারই ক্যামেরা ধরা হচ্ছিল মাশরাফির দিকে। দাঁড়ি- গোঁফে মোড়ানো মলিন
মুখটা দেখতে ভেতরটায় খুব খারাপ লাগছিল। একবার মাশরাফিও ক্যামেরার দিকে
তাকালেন। তার চোখ দুটোও টলমল। ক্লান্তির ছাপ চেহারায়। যেন বলতে চাচ্ছেন,
‘চেষ্টা তো কম করিনি। কিন্তু পারলাম না।’ না, তিনি হয়তো দ্বিতীয় বাক্যটি
বলতে চাননি। বললেও আমি মেনে নেবো না। কারণ চেষ্টা তিনি করেছেন - বিস্তারিত পড়তে ছবিতে ক্লিক করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন