সবশেষ ঘরের মাঠে পেরুর সঙ্গে গোলশূন্য ড্র করায় রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নেওয়াটা আরও কঠিন হলো আর্জেন্টিনার। এই ড্রয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ছয় নম্বরে নেমে গেল হোর্হে সাম্পাওলির দল। তবে এখনো শেষ হয়ে যায়নি আশা।
ভোরে ইকুয়েডরের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে নামছে মেসিরা। বাংলাদেশ সময় সকাল ৫.৩০টায় শুরু হবে ইকুয়েডর-আর্জেন্টিনা ম্যাচটি। সরাসরি দেখাবে সনি টেন-থ্রি। এই ম্যাচে জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে শেষ রাউন্ডের পেরু-কলম্বিয়া, ব্রাজিল-চিলি, প্যারাগুয়ে-ভেনেজুয়েলা এবং উরুগুয়ে-বলিভিয়া ম্যাচগুলোর দিকে......
ভোরে ইকুয়েডরের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে নামছে মেসিরা। বাংলাদেশ সময় সকাল ৫.৩০টায় শুরু হবে ইকুয়েডর-আর্জেন্টিনা ম্যাচটি। সরাসরি দেখাবে সনি টেন-থ্রি। এই ম্যাচে জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে শেষ রাউন্ডের পেরু-কলম্বিয়া, ব্রাজিল-চিলি, প্যারাগুয়ে-ভেনেজুয়েলা এবং উরুগুয়ে-বলিভিয়া ম্যাচগুলোর দিকে......
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন