বাজারের কেনা পানির বোতল, খাওয়া শেষ হয়ে গেলে তার খবর কে-ই বা রাখে? পানি শেষ, ছুড়ে ফেলে দিলাম। কোথায় গিয়ে পড়ল তার কোনো ঠিক-ঠিকানা নেই। টোকাইরা হয়তো রাস্তা কিংবা ডাস্টবিন থেকে কুড়িয়ে কেজি দরে বেচে দিল। তারপর নানা ঘাট ঘুরে আপনার নিত্যদিনের কোনো ব্যবহৃত প্লাস্টিক পণ্য। এই হলো প্লাস্টিক বোতলের জীবনচক্র।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন