ক্লোজ-আপ ওয়ান খ্যাত তারকা নোলক বাবু এখন বিভিন্ন এলাকায় ওপেন শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। প্রতি সপ্তাহেই তার বেশ কয়েকটি শো থাকছে। শোয়ের চাপের কারণে নিজের সলো অ্যালবামের কাজও শেষ করতে পারছেন না বলে জানালেন এই শিল্পী।
নোলক ঢাকাটাইমসকে বলেন, ‘গত পরশু ময়মনসিংহ ও তার আগের দিন ঢাকার তেজগাওয়ে শো ছিলো। প্রতি সপ্তাহেই দু’তিনটি করে শো থাকে। এখন আমাদের সিজন টাইম। ডিসেম্বর থেকে শুরু হয়েছে। ফেব্রূয়ারি পর্যন্ত শো চলতে থাকবে।’
ওপেন শোগুলোতে কি ধরনের গান শুনতে চায় আপনার দর্শকরা। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাধারনত ফোক গানগুলোই সবাই শুনতে চায়।’
নোলক ঢাকাটাইমসকে বলেন, ‘গত পরশু ময়মনসিংহ ও তার আগের দিন ঢাকার তেজগাওয়ে শো ছিলো। প্রতি সপ্তাহেই দু’তিনটি করে শো থাকে। এখন আমাদের সিজন টাইম। ডিসেম্বর থেকে শুরু হয়েছে। ফেব্রূয়ারি পর্যন্ত শো চলতে থাকবে।’
ওপেন শোগুলোতে কি ধরনের গান শুনতে চায় আপনার দর্শকরা। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাধারনত ফোক গানগুলোই সবাই শুনতে চায়।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন