শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬

হিউম্যান হলারে অন্যরকম ঝুঁকি

http://www.dhakatimes24.com/2016/12/31/14280/%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%89%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%B9%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%85%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%B0%E0%A6%95%E0%A6%AE-%E0%A6%9D%E0%A7%81%E0%A6%81%E0%A6%95%E0%A6%BF
‘চাইপ্যা বহেন’

‘ওই ব্যাটা, এখানে কয়জনকে বসাবি’

‘ছয় জন বইবো, পুশাইলে বহেন, তাইলে নাইম্যা জান’

রাজধানীর নীলক্ষেত মোড় থেকে ফার্মগেট পর্যন্ত চলাচলকারী একটি হিউম্যান হলারের ভেতর যাত্রীর সঙ্গে চালকের সহকারীর বাদানুবাদের সময় এই কথা বলাবলি হচ্ছিল। বাহনটির পেছনে দুটি সারিতে ছয় জন করে তুলতে চাইছে চালকের সহকারী। কিন্তু যাত্রীরা বলছেন বসবে পাঁচজন।

এই বসচা নিত্য দিনের। রাজধানীতে বাস-হিউম্যান হলারসহ সব বাহনেই ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করার অভিযোগ আছে। এ ক্ষেত্রে হিউম্যান হলারের পেছনের পাশাপাশি সামনের অংশেও বহন করা হয় অতিরিক্ত যাত্রী। কোনো গাড়ির সামনেই দুই জনের বেশি বসা না গেলেও হিউম্যান হলারে চালকের পাশাপাশি বসানো হয় দুই জন যাত্রী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন