রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১৬

কল্যাণকর রাষ্ট্রের স্বপ্ন

http://www.dhakatimes24.com/2016/12/18/12550/%E0%A6%95%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A3%E0%A6%95%E0%A6%B0-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A8
বাড়ির ভেতরে, গলির মোড়ে, চায়ের দোকানে, হোটেল-রেস্তোরাঁয়, হাটে-বাজারে, অফিস-আদালতে, বন্ধুদের আড্ডায়, আত্মীয়-স্বজনের মিলনমেলায়, সামাজিক যোগাযোগমাধ্যমে- সর্বত্র আমরা কথা বলে চলি। কথা বলি একটা কমন বিষয় নিয়ে- দেশ, দেশের অবস্থা। এ দেশটার কী হবে, এই নিয়ে আমাদের দুশ্চিন্তার অন্ত নেই। আমরা ক্রমাগত কথা বলে চলি, হাহাকার করি, শঙ্কায় ভুগি, উত্তেজনায় ফেটে পড়ি, কখনো বা আমাদের দু’চোখ ভরে ওঠে জলে। আমরা সাধারণ মানুষ, সংসার চালানো আর ক্ষুণ্নিবৃত্তির চেষ্টায় আমাদের উদয়াস্ত পরিশ্রম করতে হয়; প্রতিদিনের চাল-ডাল-নুন-মরিচ জোগাড়ের দায়, নিজেদের আর স্বজনদের নিরাপদ জীবনের জন্য উৎকণ্ঠা, সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাÑএর বাইরে তো আমাদের আর কিছু থাকার কথা নয়! নয় বটে, তবু আছে। আর দশটি দৈনন্দিন প্রয়োজন মেটানোর দায় ছাড়াও আমাদের সবার মন ও মস্তিষ্কে ‘দেশ’ নামক একটা ব্যাপার থেকেই যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন