রবিবার, ২৭ মার্চ, ২০১৬

ক্যানসারের ঝুঁকি কমাবে ঘাম

ঢাকা: নিয়মিত ব্যায়াম উচ্চরক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, মানসিক চাপসহ বিভিন্ন রোগবালাই থেকে মুক্তি দেয়। কিন্তু জানেন কি, নিয়মিত ব্যায়ামে কমবে ক্যানসারের মতো জটিল রোগের ঝুঁকিও। এর মূল কারণ হচ্ছে ঘাম। ঘাম ঝরবে এমন কাজে ক্যানসারের ঝুঁকি কমে। সম্প্রতি ডেনমার্কের কোপেনহাগেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা জানান, ক্যানসার প্রতিরোধের অন্যতম হাতিয়ার হয়ে উঠতে পারে ব্যায়াম।

গবেষণায় বলা হয়- শুধু ক্যানসার প্রতিরোধই নয়, যাদের একবার ওই রোগ হয়েছিল এবং চিকিৎসায় সেরে উঠেছেন এমন ব্যক্তিরা নিয়মিত ব্যায়াম করলে রোগ ফিরে আসার ঝুঁকি কমে- See more

ক্যানসারের ঝুঁকি কমাবে ঘাম
ঢাকাটাইসম ডেস্ক

ঢাকা: নিয়মিত ব্যায়াম উচ্চরক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, মানসিক চাপসহ বিভিন্ন রোগবালাই থেকে মুক্তি দেয়। কিন্তু জানেন কি, নিয়মিত ব্যায়ামে কমবে ক্যানসারের মতো জটিল রোগের ঝুঁকিও। এর মূল কারণ হচ্ছে ঘাম। ঘাম ঝরবে এমন কাজে ক্যানসারের ঝুঁকি কমে। সম্প্রতি ডেনমার্কের কোপেনহাগেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা জানান, ক্যানসার প্রতিরোধের অন্যতম হাতিয়ার হয়ে উঠতে পারে ব্যায়াম।

গবেষণায় বলা হয়- শুধু ক্যানসার প্রতিরোধই নয়, যাদের একবার ওই রোগ হয়েছিল এবং চিকিৎসায় সেরে উঠেছেন এমন ব্যক্তিরা নিয়মিত ব্যায়াম করলে রোগ ফিরে আসার ঝুঁকি কমে।
- See more at: http://www.dhakatimes24.com/2016/03/27/107151#sthash.sUouzuA5.dpuf

বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১৬

সাধারণের অর্থ কি তবে ব্যাংকেও নিরাপদ নয়?

আরিফুর রহমান

ঘুরে ফিরে বারবারই আলোচনায় আসছে ব্যাংক। কদিন আগে এটিএম কার্ড জালিয়াতির পর এখন আলোচনায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরি। হ্যাকিংয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংক অব নিউইয়র্ক থেকে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি করা হয়েছে। প্রশ্ন, ব্যাংকিং খাতের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা এতটাই নাজুক? সাধারণ জনগণের অর্থ কি তবে ব্যাংকেও নিরাপদ নয়? আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স বিশেষজ্ঞদের বরাত দিয়ে বলেছে, হ্যাকার চক্র যখন কোনো প্রতিষ্ঠান বা সংস্থাকে লক্ষ্যবস্তুতে পরিণত করে তখন ওই প্রতিষ্ঠান বা সংস্থার যাবতীয় কার্যক্রম নিয়মিত নজরদারির মধ্যে রাখে। তাহলে বোঝা যাচ্ছে - See more

৩০ এপ্রিলের মধ্যে নিবন্ধন না হলে সিম বন্ধ

ঢাকা: ৩০ এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন না হলে পর্যায়ক্রমে সিম বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামে এরিকসন বাংলাদেশের কার্যালয় ও ‘ইন্টারনেট অব থিংস (আইওটি) পোর্টাল’ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য দেন।

তারানা হালিম বলেন, ‘প্রাথমিক পরিকল্পনায় আমরা ৩০ এপ্রিলের মধ্যে নিবন্ধন কাজ শেষ করবো। তারপর যেসব সিমের রেজিস্ট্রি করা হয়নি ক্রমান্বয়ে সেখানে একটি সংকেত পাঠাবো। এছাড়া কয়েক ঘণ্টার জন্য সিম বন্ধ রাখা হবে। এভাবে ক্রমান্বয়ে এক পর্যায়ে সেটি বন্ধ হয়ে যাবে - see more