বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৩

জানা অজানা কিছু টিপস


মাত্র লিটার মধু খেয়ে একটি মৌমাছির ঝাঁক ৪০ হাজার মাইল পথ পাড়ি দিতে পারে।

একটি কলার শতকরা ৭৫ ভাগই পানি।

একজন মানুষের আঙ্গুলের ছাপ আরেকজন মানুষের চেয়ে ভিন্নতর। তেমনি ঠোঁটের ছাপও একজনের চেয়ে আরেকজনের সম্পূর্ণ ভিন্ন।

মানুষের শরীর থেকে প্রতিদিন গড়ে এক কাপ চায়ের সমান ঘাম ঝরে।

মাশরুমে প্রোটিনের পরিমাণ আলুর চেয়ে দ্বিগুণ, টমেটোর চার গুণ এবং কমলালেবুর ছয় গুণ বেশি।

মুরগিকে পাখি বলে ধরা হয়। পর্যন্ত একটি মুরগি শূন্যে ডানা ঝাপটে সবচেয়ে বেশি পথ পাড়ি দেওয়ার রেকর্ড হচ্ছে ৩০২ ফুট।

আমেরিকার ব্ল্যাক উইডো মাকড়সাকে ভয় পেতেই হবে। ওরা এতো বিষাক্ত যে, এক কামড়ে মানুষকে মেরে ফেলতে পারে।

Tigers take Kiwis in 2nd ODI at 1:30pm



Dhaka: Bangladesh will face New Zealand in the second one day international of the three-ODI series in Mirpur of the capital today.

The match is scheduled to begin at 1:30pm at Sher-e Bangla Stadium.
Satellite channel Gazi TV will broadcast the match live.

Bangladesh are looking to continue their impressive performance as they beat the visitors by 43 runs (D/L method) in the first ODI held in the same venue on Tuesday.

Earlier, the two-match Test series between the Tigers and Black caps were drawn by 0-0.

Visiting New Zealand so far in this tour could not win a match.

The final match of the ODI series will be held at Fatullah Stadium in Narayanganj on November 3, 2013.

New Zealand will finish their tour after playing a T20 match against Bangladesh at Mirpur on November 6.

Bangladesh (likely): Tamim Iqbal, Anamul Haque, Mominul Haque, Mushfiqur Rahim (capt & wk), Naeem Islam, Nasir Hossain, Mahmudullah, Sohag Gazi, Abdur Razzak, Mashrafe Mortaza and Rubel Hossain.
New Zealand (likely): Anton Devcich, Hamish Rutherford, Tom Latham/Colin Munro, Ross Taylor, Brendon McCullum (capt & wk), Corey Anderson, Grant Elliott, James Neesham, Nathan McCullum, Tim Southee and Mitchell McClenaghan/Adam Milne/Kyle Mills

পুরুষদের চেয়ে নারীরা বেশি জটিল!



ঢাকা: নারী পুরুষের মধ্যে কে বেশি জটিল এই বিতর্ক ডিম আগে না মুরগি আগে তত্ত্বের মতই। পুরুষ নারীদের মধ্যে শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইটা শুরু সেই আদিকাল থেকেই। একটি ক্ষেত্রে একজন এগিয়ে থাকলে, অন্য কোন ক্ষেত্রে হয়তো অপরজন এগিয়ে। নারী না পুরুষ- কে বেশি জটিল? কার মনস্তত্ত্বের গভীরতা বেশি? এমন প্রশ্নের মনগড়া কোন উত্তর কিন্তু গবেষকদের কাছে নেই। তারা যেটা বলেন, সেটা পরীক্ষা-নিরীক্ষার ভিত্তিতেই বলেন

সম্প্রতি এমনই একটি বিষয় আবিষ্কার করেছেন গবেষকেরা। আর সেটি হল নারীদের মনস্তত্ত্বের গভীরতা পুরুষদের চেয়ে বেশি। একই সঙ্গে নারীরা পুরুষদের তুলনায় একটু বেশিই জটিল। ঘোরপ্যাঁচের বিষয়টা পুরুষদের মধ্যে তুলনামূলকভাবে কম

তবে বৈজ্ঞানিক এই ধারণার সত্যটা কতটুকু তা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছেন