মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫

কনডম ডাকাতি করতে গিয়ে তরুণের মৃত্যু




ক্রিসমাসের দিনে একটি কনডম মেশিনে বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতি করতে গিয়ে প্রাণ হারিয়েছেন একজন ২৯ বছর বয়সী এক জার্মান তরুণ।

২৯ বছর বয়স্ক ওই জার্মান তরুণ দুই সহযোগীকে নিয়ে এক কনডম ভেন্ডিং মেশিনে ঘরে তৈরি একটি বোমা সংযুক্ত করে। এরপর পাশে দাঁড়িয়ে থাকা গাড়িতে আশ্রয় নিতে গেলে বোমার বিস্ফোরণ ঘটে। ওই ব্যক্তি গাড়ির দরজা বন্ধ করার আগেই বিস্ফোরণ ঘটে এবং উড়ে আসা একটি স্টিলের টুকরো তাকে আঘাত করে।

সহযোগীরা তাকে হাসপাতালে নিয়ে গেলেও আঘাতের কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়। সিঁড়ি থেকে পড়ে গিয়ে ওই ব্যক্তি আহত হয়েছিলেন বলে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে প্রাথমিকভাবে দাবি করেন তার সহযোগীরা। কিন্তু পরে তাদের একজন স্বীকার করেন যে তারা ভেন্ডিং মেশিনে বিস্ফোরন ঘটিয়েছিলেন- see more

কলকাতায় “ছুঁয়ে দিলে মন”, ঢাকায় “বেলাশেষে”




আগামী বছরের ফেব্রুয়ারিতে নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়েরবেলাশেষেবাণিজ্যিক ভাবে মুক্তি পাবে ঢাকা-চট্টগ্রাম-রাজশাহি-খুলনা-বরিশালের বিভিন্ন প্রেক্ষাগৃহে। অপরদিকে একই সময়ে কলকাতা আশপাশের প্রেক্ষাগৃহে দেখা যাবে জনপ্রিয় ঢাকাই চলচ্চিত্র আরেফিন শুভ-জাকিয়া বারি মম জুটিরছুঁয়ে দিলে মন

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু  বলেন ‘‘দুদেশে চলচ্চিত্র মুক্তির ক্ষেত্রে আইনি জট এখনও আছে। কিন্তু আইনের ভেতরে কিছু জানালাও খোলা। সেগুলোকে দুদেশের চলচ্চিত্র স্রষ্টাদেরই কাজে লাগানো উচিত।

ভারত-বাংলাদেশের আমদানি-রপ্তানি সংক্রান্ত আইন কাজে লাগিয়ে বিনিময়ের ভিত্তিতে দুই বাংলার দুটি চলচ্চিত্র দুদেশে দেখানোর বন্দোবস্ত হয়েছে। এজন্য দুদেশ থেকেই আলাদা করে সিনেমা দুটির সেন্সরের ছাড়পত্র নেয়া হয়েছে। - see more