বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৬

‘স্পিনার হয়ে ঢুকে অলরাউন্ডার হয়ে বের হবো’

http://www.dhakatimes24.com/2016/09/14/127904
উনিশের যুবক ২৫ অক্টোবর টিনেজারের তকমা পার করবেন। এর মধ্যে ক্রিকেটের চোরাগলিতে বেশ ডুবেছেন। দেশের মাটির যুব-বিশ্বকাপে দলকে একাই টেনেছিলেন অনেকটা পথ। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও ছিলেন তিনি। সেই মেহেদি হাসান মিরাজকে আফগানিস্তানের বিপক্ষে জাতীয় দলে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু মিরাজ এই রোমাঞ্চে এতটাই শিহরিত যে ভাবতেই পারছেন না মাশরাফি-সাকিবদের সঙ্গে খেলবেন।

ছুটিতে এখন গ্রামের বাড়িতে আছেন। তিনদিন ধরে চেষ্টা করা হলেও মিরাজ কথা বলার সময় বের করতে পারছিলেন না। ঈদের একদিন আগে যখন ফোন করা হয়, তখন গরুর হাটে। দারুণ ব্যস্ততা। মিরাজ তাই দুঃখ প্রকাশ করে ফোন রেখে দেন। ঈদের দিন বিকেলে খাওয়া-দাওয়ায় ব্যস্ত ছিলেন। অবশেষে বুধবার ফোন ধরে নিজে থেকেই বললেন, ‘ভাই গ্রামের বাড়ি আছি তো। তাই দৌড়ের পর থাকতে হচ্ছে। একদম সময় পাচ্ছি না। আজ একটু ফ্রি আছি - বিস্তারিত পড়তে ছবিতে ক্লিক করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন