সাধারণত প্রাণীদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠে একই গোত্রের প্রাণীদের মধ্যে,
ভিন্ন গোত্রের প্রাণীদের সঙ্গে খুব কমই দেখা যায়। ভিন্ন গোত্রের প্রাণীদের
এই বন্ধুত্বের মধ্যে আবেগ আর ভালোবাসা্রও কমতি নেই। তবে বানর আর বিড়ালের
মধ্যে বন্ধুত্ব দেখা যায় না বললেই চলে। কারণ এরা একে অপরকে সহ্য করতে পারে
না। কেউ কারো ত্রিসীমানায় সাধারণত ঘেঁষে না।
কিন্তু ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে বিড়াল এবং বানরের বন্ধুত্ব দেখে অভিভূত হয়েছেন অনেকেই। বানরের ছোট্ট বাচ্চার সঙ্গে বন্ধুত্ব হয়েছে একটি বিড়ালের। বিড়ালটি বয়সে বানরের চেয়ে বড় হলেও তাদের দোস্তি দেখে আপনি অবাক না হয়ে পারবেন না। গাছে ঝুলে ঝুলে বিড়ালের সঙ্গে বানরের খেলা করার দৃশটি সত্যি মুগ্ধ করার মতো - বিস্তারিত পড়তে ছবিতে ক্লিক করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন