সৈয়দ ইশতিয়াক রেজা
পর পর দুদিন দুটি বড় খবর। মীরপুরের রূপনগরে এসময়ের জঙ্গি কথিত মেজর মুরাদ
(অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ জাহিদুল ইসলাম) খতম আর ৭১-এর জঙ্গি মীর
কাসেমের ফাঁসি কার্যকর। দ্বিতীয়টি প্রথমটির চেয়ে বড়, তবে প্রথমটি বর্তমান
প্রেক্ষাপটে অনেক গুরুত্বপূর্ণ। আর পরেরটি বাংলাদেশের মানুষের ইতিহাসের
কাছে দায় শোধ।অনেকে হয়তো প্রশ্ন তুলতে পারেন কেন দুটি ঘটনাকে একসঙ্গে দেখা হচ্ছে? আসলে একটু খতিয়ে দেখলে বুঝতে অসুবিধা হয় না যে, এখনকার জঙ্গি গোষ্ঠী আর ৭১-এর স্বাধীনতাবিরোধী শক্তির রাজনৈতিক মতাদর্শ এক। এবং তারা আসলে একই গোষ্ঠী যারা বাংলাদেশকে দেখতে চায় এক সাম্প্রদায়িক ভূখণ্ড হিসেবে - বিস্তারিত পড়তে ছবিতে ক্লিক করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন