শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬

আফগানিস্তান সিরিজ মোস্তাফিজ-তাসকিনের অভাব ভোগাবে বাংলাদেশকে

http://www.dhakatimes24.com/2016/09/17/128151
দলের দুই ত্রাতা পেসার তাঁরা। তাদের ছাড়াই আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে। সেক্ষেত্রে পেস আক্রমণের মূল দায়িত্বটা থাকবে দলনেতা মাশরাফি বিন মর্তুজার কাঁধে। কিন্তু একা আর কতটুকুই করবেন তিনি। যদিও মাশরাফিকে সঙ্গ দেবেন আল-আমিন ও রুবেল হোসেন। তারপরও প্রশ্ন থেকেই যায়।

আল-আমিন। ঘরের মাঠে সফল বলা যায় তাঁকে। তবে আফগানদের বিপক্ষে বল হাতে তিনি একেবারে আনকোরা। সেক্ষেত্রে আফগানিস্তানের সামনে কেমন বল করবেন আল-আমিন। এমন হিসেব কষতেই হচ্ছে ক্রিকেটের রথী-মহারথীদের। যদিও আফগানিস্তানকে ‘গোনায়’ ধরছেন না বলে আগেই হুংকার ছেড়েছিলেন এই পেসার। ‘আফগানিস্তানকে নিয়ে চ্যালেঞ্জের কিছু নাই। আমরা বেশ ক’দিন খেলার বাইরে থাকলেও। আমার বিশ্বাস ওরা আমাদের কাছে পাত্তাও পাবে না - বিস্তারিত পড়তে ছবিতে ক্লিক করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন