বন্য
প্রাণীদের প্রতি
অসম্ভব
রকমের
মায়া
লায়ুদুমিলার। ভালোবেসে একটি
ভাল্লুককে মাংসের
হাড়
খেতে
দিয়েছিলেন,কিন্তু
প্রতিদানে ভাল্লুকের আক্রমনের শিকার
হলেন
ওই
রুশ
নারী।
ঘটনাটি ২০১২ সালে রাশিয়ার ইয়ানরানে চানে ঘটলেও সম্প্রতি ভাল্লুকের ওই হামলার ভিডিও প্রকাশ করা হয়েছে।
দি সানের এক খবরে বলা হয়েছে,ভাল্লুককে খাওয়ার জন্য মুরগির মাংসের একটি হাড় ছুড়ে মারে ওই নারী।
কিছু বুঝে উঠার আগেই ভাল্লুকটি লায়ুদুমিলার ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রথম থাবাতেই ভাল্লুকটি ওই নারীকে কুপোকাত করে ফেলে। এরপর তাকে একটি কামড় বসিয়ে দেয়