রবিবার, ১৯ জুন, ২০১৬

‘পছন্দের’ বিকেএসপিতে আবাহনীর শীর্ষে ওঠার লড়াই

http://goo.gl/dYlHiK

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

ঢাকা: মিরপুর থেকে বিকেএসপির দূরত্ব কত? কিলোমিটারের হিসেবে একটা পরিমাপ নিশ্চয়ই বের করা যাবে। কিন্তু নৈতিকতার বিচারে এই দূরত্ব এমনই এক দেয়াল তুলে দিচ্ছে যে তা পরিমাপ করতে অনেকের ‘লজ্জা’ হচ্ছে। আবাহনীর কর্তাদের কাছে বিকেএসপি এক প্রিয় নাম। অনেকটা নিভৃতে নিজেদের মতো করে আম্পায়ারদের এখানে ব্যবহার করা যায়। সাংবাদিকদের উৎপাত তুলনামূলক কম থাকে। জয়টাও সহজে আসে। আগামীকাল লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে সেই জয় পেতে মাঠে নামবে তারা। ম্যাচটি হওয়ার কথা ছিল মঙ্গলবার।

রহস্য আর প্রশ্ন সামনে আসছে এই ‘বার’ নিয়ে। ম্যাচটি কেন একদিন এগিয়ে দেয়া হলো? উত্তর পাওয়া যাচ্ছে। তবে বেশ সাজানো-গোছানো। তাদের মতো! বলা হচ্ছে অনিবার্যকারণ বশত ম্যাচটি একদিন এগিয়ে আনা হয়েছে। তা হতেই পারে। কিন্তু ম্যাচটি যখন আবাহনীর, তখন তো রহস্য খুঁজতেই হয়। সেই রহস্য খুঁজতে যেয়ে বেরিয়ে আসছে কিছু যুক্তি - বিস্তারিত পড়তে লিংক ক্লিক করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন