বিশ্ববিদ্যালয়ে ছেলে-মেয়েরা ভর্তি হয় কেন? আমি তো তাও সরল প্রশ্ন করলাম। কয়েকদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে একটা অনুষ্ঠানে বক্তৃতা করতে এসেছিলেন সাংবাদিক মাহফুজ আনাম। জানতে পেরে আমি বাংলা বিভাগের সম্মানিত শিক্ষকদের সাথে মিশে গিয়েছিলাম। সভাপতির কক্ষে বসে, মাহফুজ আনাম অনানুষ্ঠানিক কথা বলছিলেন। আমরা শুনছিলাম। তিনি কথা বলতে বলতে মন্তব্য করলেন-‘বিশ্ববিদ্যালয় জিনিস টা কী? এটা কি স্কুল না কলেজ? না কি আরও বড় কিছু? বিশ্ববিদ্যালয় তো গবেষণা করবে, জাতিকে, রাষ্ট্রকে পথ দেখাবে। তাইনা? মাহফুজ আনামের প্রশ্নের তাৎপর্য খানিকটা বোধহয় টের পেয়েছিলাম, তাই চুপচাপ ছিলাম, আলোচনায় অংশ নিইনি। আমরা বলতে ইচ্ছে করছিল, ‘স্যার, গবেষণা হয় ঠিকই, কিন্তু কে কার খবর রাখে? কিন্তু গবেষণায় আমার অবদান এতই নগণ্য যে, বহু কষ্টে নিজের মুখ বন্ধ রাখলাম। না হলে, কথা বলা যে আমার একটা প্রিয় বিষয় সেটা পরিচিতরা কে না জানে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন