দুই দিন আগে অফিস থেকে সাত রাস্তার দিকে যেতে গিয়ে চমকে গেলাম। ট্রেন আসবে বলে তেজগাঁও রেলগেটে অপেক্ষা। কিন্তু দুই প্রান্তের চার রাস্তাই রিকশা, গাড়িতে ঠাসাঠাসি। তখনও চমকটা বুঝিনি। ট্রেন চলে যাওয়ার পর প্রথমে উঠল রংসাইডের গেট। রংসাইডের গাড়ি ক্লিয়ার হওয়ার পরই উঠল মূল গেট। আপনি যদি জানেনই রংসাইডে গেলেই আগে যেতে পারবেন, তাহলে আপনি কেন ঠিক সাইডে চলবেন?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন