শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫

বয়সকে থামিয়ে দেবে যেসব খাবার



কথায় বলেলাইফ বিগিনস অ্যাট ফর্টি তাই বলে কী আর বসে থাকা যায়। আয়নার সামনে দাঁড়ালেই চোখের কোঠরে ঢুকে যাওয়া চোখ, আর পাক ধরা চুল যে চিন্তা বাড়িয়ে দেয়। ভাবছেন বয়স ধরে রাখতে আজ থেকেই সতর্ক হবেন। তাহলে কিন্তু ডায়েট চার্টে রাখতে হবে চকলেটের মতোশিশুদেরখাবারও। কারণ বুড়িয়ে যাওয়া প্রতিরোধে কাজ করে চকলেট


আসুন জেনে নেই বুড়িয়ে যাওয়া প্রতিরোধে কোন খাবারগুলো কার্যকরী


দই- বয়স ৩৫ এর কোঠা পেরোলেই দুর্বল হতে থাকে হাড়। দেখা দেয় বাত, অস্টিওপরেসিসের মতো সমস্যা। তাই এই সময়ে ডায়েটের সব থেকে দরকারি উপাদান ক্যালসিয়াম। কারণ বাতে ধরলেই আপনার চেহারায় বুড়োটে ভাব আসতে বাধ্য। দইয়ের মধ্যে থাকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম। হাড় সুস্থ রাখতে তাই প্রতি দিন ডায়েটে রাখুন এক বাটি টক দই। বয়স হলে দুধ হজম করতে সমস্যা হয়ে অনেকের। দুধের বিকল্প হিসেবে তাই দই খান। ঘি, ছানা বা অন্যান্য দুগ্ধজাত জিনিসের থেকে দই অনেক সহজপাচ্য- See more

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন