সোমবার, ২ অক্টোবর, ২০১৭

লাস ভেগাসে নিহতের সংখ্যা বেড়ে ৫৮

http://www.dhakatimes24.com/2017/10/02/51188/%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B8-%E0%A6%AD%E0%A7%87%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%96%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE-%E0%A6%AC%E0%A7%87%E0%A7%9C%E0%A7%87-%E0%A7%AB%E0%A7%AEযুক্তরাষ্ট্রের লাস ভেগাসের একটি হোটেল থেকে উন্মুক্ত কনসার্টের ওপর নির্বিচারে গুলি চালিয়ে কমপক্ষে ৫৮ জনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচ শতাধিক। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর সিএনএনের।

স্থানীয় সময় রবিবার রাত ১০টার পরে মান্দালয় বে হোটেলের পাশে উন্মুক্ত চত্বরে রুট নাইনটি ওয়ান হারভেস্ট কনসার্ট চলাকালে এই গুলির ঘটনা ঘটে। সেখানে তখন উপস্থিত ৪০ হাজার দর্শক।  মার্কিন সংগীতশিল্পী জ্যাসন আলডিয়ান এ সময় মঞ্চে গান পরিবেশন করছিলেন। মান্দালয় বে হোটেলের ৩২ তলার একটি কামড়া থেকেই নিচে খোলা জায়গায় কনসার্টে জড়ো হওয়া মানুষের ওপর গুলি চালানো হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন