যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে উন্মুক্ত কনসার্টে হামলার ‘দায় স্বীকার’ করেছে কথিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। কনসার্টে গুলিতে ৫৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে চার শতাধিক মানুষ। খবর এনডিটিভির।
এই ঘটনার পর আইএস দাবি করেছে, হামলাকারী ৬৪ বছর বয়সী স্টিফেন প্যাডক কয়েক মাস আগে ধর্মান্তরিত হয়ে মুসলিম হয়েছে।
রবিবার রাত ১০টার পর লাস ভেগাসে কনসার্টস্থলের পাশে থাকা মান্দালয় বে হোটেলের ৩২ তলা থেকে বন্দুকধারী স্টিফেন ওই উন্মুক্ত কনসার্টে গুলি ছোড়ে। এতে অন্তত ৫০ জন নিহত হয়েছে। আহত হয় চার শতাধিক মানুষ।
এই ঘটনার পর আইএস দাবি করেছে, হামলাকারী ৬৪ বছর বয়সী স্টিফেন প্যাডক কয়েক মাস আগে ধর্মান্তরিত হয়ে মুসলিম হয়েছে।
রবিবার রাত ১০টার পর লাস ভেগাসে কনসার্টস্থলের পাশে থাকা মান্দালয় বে হোটেলের ৩২ তলা থেকে বন্দুকধারী স্টিফেন ওই উন্মুক্ত কনসার্টে গুলি ছোড়ে। এতে অন্তত ৫০ জন নিহত হয়েছে। আহত হয় চার শতাধিক মানুষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন