বিজ্ঞানী ও দার্শনিকরা সাহসী হন; এ সাহসে অনেক ঝুঁকিও থাকে। আর ধর্ম বিশ্বাসের বিপরীতে দাঁড়িয়ে কোন কথা বললে এ ঝুঁকি বেড়ে যায় বহুগুণ। এমনকি সূর্যের চারদিকে পৃথিবী ঘোরে- প্রচলিত এ ধারনার বিপরীত কথা বলায় প্রাণনাশের উদাহরণ আছে; সক্রেটিসকে হেমলক পানে আত্মহননে বাধ্য হবার বিষয়টি বহুল প্রচারিত ঘটনা। প্রায় একই ধরনের ঝুঁকি নিয়ে সত্য উদঘাটনে আত্মনিয়োগ করেছিলেন বরিশালের এক অজপাড়া গায়ে জম্ম নেয়া দার্শনিক আরজ আলী মাতুব্বর...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন