দি ইকোনোমিস্ট অবলম্বনে তানিয়া আফরোজ
‘তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে?’ চীনের কোনো যুবককে যদি এ প্রশ্ন করা
হয়, সে লজ্জা পেয়ে এদিক ওদিক তাকাবে। তারপর দ্রুত প্রসঙ্গটা এড়িয়ে যাবে।
আমেরিকান লেখক ও সাংবাদিক পিটার হেসলার চীনের লোকদের গড় চারিত্রিক
বৈশিষ্ট্যের একটা ছবি তুলে ধরতে গিয়ে এমনটাই বলেছেন। তবে তার মতে
সমসাময়িককালে খুব দ্রুত বদলাতে শুরু করেছে চীনের লোকের অর্ন্তমুখী স্বভাব।
বিশেষ করে দেশটির মধ্যবিত্ত শ্রেণি এখন অনেকটাই বহির্মুখী। অর্থনৈতিক ভাবে
ক্রমশ শক্তিশালী হয়ে ওঠা মধ্যবিত্তের ক্ষমতা আর চাহিদা দিনকে দিন
বাড়ছে।মধ্যবিত্তের আশা আকাঙ্খার জায়গাটি এমনভাবে বদলাতে শুরু করেছে যে
দেশটির সরকারের অস্তিত্বের জন্য যে কোন সময় বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারে
নব্য মধ্যবিত্তের উত্থান। আর পিটারের ধারণা, নব্য এ শ্রেণি বিপ্লবের মুখে
পড়লে টলে উঠবে চীনা সরকারের খুঁটি। একটু এদকি ওদকি হলেই বিপদের কারণ হয়ে
দাড়াতে পারে নব্য মধ্যবিত্তের বিস্তার । সম্প্রতি ‘দি ইকোনোমিস্ট একটি
বিশেষ গবেষণা প্রতিবেদনে চীনের মধ্যবিত্ত শ্রেণির এই অর্ন্তনিহিত চিত্রটি
তুলে ধরেছে - বিস্তারিত পড়তে ছবিতে ক্লিক করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন