কাওসার শাকিল
মির্জা সাহেব, আপনার দলের ছেলেরা রিকশা চালায়, হকারি করে বলে আপনি
কাঁদলেন? ওদের জন্য আপনার মায়া লাগে, দেশের মানুষের জন্য কেন লাগে না?
মনিরের কথা মনে আছে আপনার? ২০১৩ সালের শেষ দিকে হরতাল অবরোধের দিন বাবার গাড়ি পাহারা দিতে দিতে ঘুমিয়ে পড়েছিল ১৪ বছরের ছেলেটা। কারা যেন জানলা দিয়ে পেট্রোল বোমা মেরেছিল গাড়ির ভেতর। জ্বলন্ত গাড়ি থেকে মনির বেরুতে পারেনি। আগুনে ছেলেটার শরীরের ৯৫ ভাগ পুড়ে গেল। মানুষের শরীরের মাত্র ১৪ ভাগ যদি পুড়ে যায় তাকে আর বাঁচানো যায় না। ৯৫ ভাগ পোড়া একজন মানুষের শরীরে যদি তেল মসলা লাগিয়ে দেয়া হয় স্যার, তাকে কাবাব বলে চালিয়ে দিতে পারবেন। কারো মৃত্যুতে খুশি হতে নেই। কিন্তু জানেন, মনির যেদিন মরে গেল, সেদিন আমি খুব খুশি হয়েছিলাম - see more
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন