কলম্বিয়ার প্রধান বিদ্রোহী গোষ্ঠী ফার্কের সকল যোদ্ধাকে স্থানীয় সময়
রবিবার মধ্যরাত থেকে অস্ত্রবিরতির নির্দেশ দেয়া হয়েছে। এর মধ্যে দিয়ে
অর্ধশতকেরও বেশি সময় ধরে চলা সহিংসতার অবসান ঘটলো বলে জানিয়েছে বিবিসি
অনলাইন।
অস্ত্রবিরতির মূল চুক্তি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সাক্ষরিত হবে।ফার্ক নেতা রদ্রিগো লন্ডনো ব্রিদোহীদের অস্ত্রবিরতির আদেশ দেন। তিনি বলেন, ফার্কের সকল কমান্ডার, প্রত্যেক ইউনিটের যোদ্ধাদের আমি অস্ত্র ফেলে দেয়ার নির্দেশ দিচ্ছি। একই সঙ্গে আজ মধ্যরাত থেকে কলম্বিয়া সরকারের প্রতি কোন ধরনের বিদ্বোষ দেখানো থেকেও বিরত থাকার আহ্বান জানালাম - বিস্তারিত পড়তে ছবিতে ক্লিক করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন