বুধবার, ২৪ আগস্ট, ২০১৬

ফখরুলের কান্না এবং জনৈক রিকশাচালক

http://www.dhakatimes24.com/2016/08/25/125370
হাবিবুল্লাহ ফাহাদ


এক.

তাঁর গায়ের রঙ লালচে সাদা। সাদা চুল, দাড়ি বলছে বয়স পঞ্চাশ পারের পথে। পরনের লুঙ্গিটা, গায়ের শার্ট আর পায়ের নীল জুতো জোড়ায় এতটুকু ময়লা লাগেনি। রোদ খুব। বসে জিরোচ্ছিলেন ফুটপাতে বসে। তেজগাঁও লাভ রোডের শেষ প্রান্তে। কাছে গেলে জানতে চাইলেন, মগবাজার কোথায় যাবেন?

বললাম, মগবাজার মোড়ে নেমে যাবো।

চল্লিশ টাকা লাগবে।

রিকশা চালকের এমন বেশভুষা দেখে কিছুটা অবাক, কিছু মুগ্ধ আমি কোনো কথা না বলে চড়ে বসলাম তাঁর তিনচক্র যানে। যদিও প্রবীণ কিংবা কিশোর বয়সী কোনো চালকের রিকশায় আমি চড়ি না। খারাপ লাগে। কষ্ট হয়, যখন দেখি শরীরের সবশক্তি প্যাডেলে চাপিয়ে জীবনরথ টেনে নিয়ে যাচ্ছেন কোনো দুর্বল মানুষ। তাদের দেখে অনেক সময় জীবনের উপলব্ধী আসে। মানবজন্ম সহজ বটে, কিন্তু মানবজীবন সহজ নয়। মাথার ওপর দিয়ে যায় এমন দার্শনিক চিন্তা মাথা আসছে না। আমি ঢুবে আছি পরিপাটি প্রৌঢ় হাত-পায়ের সঙ্গে হাতল আর প্যাডেলের গভীর সম্পর্কে - বিস্তারিত পড়তে ছবিতে ক্লিক করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন