► মাত্র ৫ লিটার মধু খেয়ে একটি মৌমাছির ঝাঁক ৪০ হাজার মাইল পথ পাড়ি দিতে পারে।
►একটি কলার শতকরা ৭৫ ভাগই পানি।
► একজন মানুষের আঙ্গুলের ছাপ আরেকজন মানুষের চেয়ে ভিন্নতর। তেমনি ঠোঁটের ছাপও একজনের চেয়ে আরেকজনের সম্পূর্ণ ভিন্ন।
►মানুষের শরীর থেকে প্রতিদিন গড়ে এক কাপ চায়ের সমান ঘাম ঝরে।
► মাশরুমে প্রোটিনের পরিমাণ আলুর চেয়ে দ্বিগুণ, টমেটোর চার গুণ এবং কমলালেবুর ছয় গুণ বেশি।
► মুরগিকে পাখি বলে ধরা হয়। এ পর্যন্ত একটি মুরগি শূন্যে ডানা ঝাপটে সবচেয়ে বেশি পথ পাড়ি দেওয়ার রেকর্ড হচ্ছে ৩০২ ফুট।
► আমেরিকার ব্ল্যাক উইডো মাকড়সাকে ভয় পেতেই হবে। ওরা এতো বিষাক্ত যে, এক কামড়ে মানুষকে মেরে ফেলতে পারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন