বলিউডের বিখ্যাত ছবি ‘সোলে’ মুক্তি পায় ১৯৭৫ সালে। এই ছবির দুটি জনপ্রিয় চরিত্র জয় ও বীরু। ৪০ বছর পর আবার একসঙ্গে হলেন জয় ও বীরু খ্যাত জনপ্রিয় দুই অভিনেতা অমিতাভ বচ্চন ও ধর্মেন্দ্র। তবে এ বার টেলিভিশনের পর্দায়।
স্টার প্লাসের টক শো ‘আজ কি রাত হ্যায় জিন্দেগি’র চূড়ান্ত পর্বে বীরুকে কাছে পেয়ে আবেগে নিজের কাছে টেনে নিলেন জয়। ৭৫-এ রমেশ সিপ্পির এপিক ‘সোলে’র বন্ধুত্ব এখনও অটুট। সেই সঙ্গেই সোলে ছবির ইতিহাস যেন ফের ভাসল ছোট পর্দায়।
সঞ্চালক অমিতাভ বচ্চনের অতিথি ধর্মেন্দ্রর উপস্থিতিতে তৈরি হলো স্মরণীয় এক মুহূর্ত। আর দর্শকদের স্মৃতিতে গুনগুনিয়ে উঠে এল ‘এ ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে’। মনে পড়ে গেল, বীরুকে নিয়ে মাঠ-ঘাট ছাপিয়ে জয়ের মোটরসাইকেল দৌড়।- See more
স্টার প্লাসের টক শো ‘আজ কি রাত হ্যায় জিন্দেগি’র চূড়ান্ত পর্বে বীরুকে কাছে পেয়ে আবেগে নিজের কাছে টেনে নিলেন জয়। ৭৫-এ রমেশ সিপ্পির এপিক ‘সোলে’র বন্ধুত্ব এখনও অটুট। সেই সঙ্গেই সোলে ছবির ইতিহাস যেন ফের ভাসল ছোট পর্দায়।
সঞ্চালক অমিতাভ বচ্চনের অতিথি ধর্মেন্দ্রর উপস্থিতিতে তৈরি হলো স্মরণীয় এক মুহূর্ত। আর দর্শকদের স্মৃতিতে গুনগুনিয়ে উঠে এল ‘এ ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে’। মনে পড়ে গেল, বীরুকে নিয়ে মাঠ-ঘাট ছাপিয়ে জয়ের মোটরসাইকেল দৌড়।- See more
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন