বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

হাতির মলে তৈরি হয় দামি কফি!


খবরটি রীতিমতো আঁৎকে ওঠার মতো। অনেকের কাছে কফি প্রিয়। কিন্তু সেই কফি নাকি তৈরি হয় হাতির মল দিয়ে। থাইল্যান্ডের উত্তরাঞ্চলে উৎপাদন করা ব্ল্যাক আইভরি কফি বিশ্বের সবচে' দামি কফি।

এই কফি বানানো হয় বিচিত্র পদ্ধতিতে। প্রথমে হাতিকে কফির ফল খাওয়াতে হয়। ফল হজম হয়ে মল ত্যাগ করতে হাতির সময় লাগে ১৭ ঘণ্টা। এরপর শ্রমিকরা সেই মল থেকে কফির বীজগুলো সংগ্রহ করে। বীজ সংগ্রহ হয়ে যাবার পর কারখানার নির্দিষ্ট প্রক্রিয়ার ভেতর দিয়ে তৈরি হয় পৃথিবীর সবচেয়ে দামি এবং সুস্বাদু ব্ল্যাক আইভরি কফি। এক কেজি কফি পাওয়ার জন্য হাতিকে প্রায় ৩৩ কেজি কফি ফল খাওয়াতে হয়।- see more

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন