শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫

মদ শরীর গরম করে?



আমাদের অনেকেরই ধারণা মদ পান করলে শরীর গরম হয়। শীত প্রধান দেশে অনেকেই শরীরে উত্তাপ অনুভব করার জন্য মদ পান করে থাকেন। কিন্তু মদ পান কী সত্যিই গা গরম রাখে? একদমই নয়। মদ পান করে কখনই গা গরম রাখা সম্ভব হয় না।

চিকিৎসা বিজ্ঞানীরা বলেন, মদ পানের ফলে আমাদের শরীরের তাপমাত্রা কমে যায়। সমস্ত তাপ ত্বকের নিচে চলে আসে। যার ফলেই আমাদের গরম অনুভূত হয়। মদ আমাদের ত্বকের নিচে থাকা শিরাগুলিকে প্রসারিত করে তোলে। ওই শিরার মধ্যে দিয়ে অনেক বেশি রক্ত প্রসারিত হতে পারে। যার জন্যই আমাদের গরম অনুভূত হয়।- see more

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন