করবেন না কেনো। তিনি যে সর্বময় ক্ষমতার অধিকারী! খেলোয়াড় বাছাই থেকে শুরু করে একাদশ নির্বাচন হয় নাকি তাঁর ইশারায়। তিনি যা বলেন বাস্তবে আবার সেটাই ফলে। তাহলে নির্বাচক কমিটি ও অধিনায়ক কি নিষ্ক্রিয়?
চণ্ডিকা হাতুরুসিংহের কথা যদি শেষ কথা হয়, তাহলে নির্বাচক প্যানেলের আদৌ দরকার আছে। তিনি দলের কোচ, মানলাম। কিন্তু এর মানে এই না, সবার ঊর্ধ্বে থাকবে তাঁর মতামত। দলের ভালো-মন্দ তাঁর চেয়ে দেশের ওপর বেশি প্রভাব ফেলে, এটা ভুললেও চলবে না।
চণ্ডিকা হাতুরুসিংহের কথা যদি শেষ কথা হয়, তাহলে নির্বাচক প্যানেলের আদৌ দরকার আছে। তিনি দলের কোচ, মানলাম। কিন্তু এর মানে এই না, সবার ঊর্ধ্বে থাকবে তাঁর মতামত। দলের ভালো-মন্দ তাঁর চেয়ে দেশের ওপর বেশি প্রভাব ফেলে, এটা ভুললেও চলবে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন