মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭

এক মুঠো সবুজের খোঁজে...

http://www.dhakatimes24.com/2017/01/24/17648/%E0%A6%8F%E0%A6%95-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%A0%E0%A7%8B-%E0%A6%B8%E0%A6%AC%E0%A7%81%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%96%E0%A7%8B%E0%A6%81%E0%A6%9C%E0%A7%87...
ইট কাঠ সিমেন্টের জঙ্গলে বসবাস। ভাগ্যকে মেনে নিয়েছি সেই কবেই। বুক ভরে কবে যে শেষবারের মতো বিশুদ্ধ নিঃশ্বাস নিয়েছিলাম, ভুলেই গেছি। পাখির ডাকে ঘুম ভাঙে না, শুনি না বৃষ্টির শব্দ। মধ্যরাতের বিধ্বংসী জোছনা, সেও অতীত। মুখে কিছু গুঁজে দিয়েই পা বাড়াই ব্যস্ত রাজপথে, ঘড়ির কাটা ঘুরলেই অফিসের গাড়ি মিস, শুরু হবে যুদ্ধ। অফিসে পৌঁছানোর তাড়া। সূর্য চড়াও হবার আগেই বেড়ে যাবে রক্তচাপ! স্থবির রাজপথে বসে থাকা অগণিত মানুষের ভিড়ে একা আমি...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন