শেষ কবে শেখ হাসিনা নিজ গ্রামের নিশুতি রাতের নির্জনতায় ফজরের নামায পড়ে শিশির ভেজা মেঠোপথে হেঁটেছেন; ভ্যানে ঘুরে গ্রাম দেখেছেন, মধুমতীর নৌকায় চড়েছেন, সে কথা সঠিক, দিনক্ষণ উল্লেখ করে বলা সহজ নয়। এমনই এক রাত, ভোর, সকাল দুপুর পেয়ে শুক্রবার শেখ হাসিনা সম্ভবত এক যুগ পর প্রধানমন্ত্রীত্বের পরিচয় ভুলে হয়ে উঠেছিলেন টুঙ্গিপাড়ার ‘শেখের বেটি হাসু’।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন