আমার জন্ম হয়েছে পঁচাত্তরের মর্মান্তিক পট পরিবর্তনের পর। আমার আব্বা তখন দেশের জন্য নিবেদিত এক যুদ্ধজয়ী রাজনৈতিক কর্মী। মুজিবকে হৃদয়ে ধারন করে দীর্ঘস্থায়ী যুদ্ধ হবে এই ভাবনায় যোগ দিয়েছিলেন “মুজিব বাহিনী” তে। গোটা বাংলায় এখনো এই মুজিব বাহিনী এক অঘোষিত নিষিদ্ধ নাম। তাদের অপরাধ? তারা মুজিবকে ভালবাসতেন, তাকে অনুভব করতেন। মেজর জেনারেল সুজান সিং উবান এর সার্বিক তত্ত্বাবধানে শহীদ ফজলুল হক মনি’র নেতৃত্বে (১৫ আগস্ট ১৯৭৫ এ শহীদ, জাতির পিতার ভাগ্নে ও আওয়ামী যুবলীগ এর প্রতিষ্ঠাতা), তৎকালীন তুখোর তোফায়েল আহমেদ (বর্তমান মন্ত্রী), প্রয়াত আব্দুর রাজ্জাক (সাবেক মন্ত্রী) সার্বিক পরিচালনায় আরো ছিলেন সিরাজুল আলম খান, যিনি বাংলাদেশের রাজনীতিতে রহস্য পুরুষ বা দাদাভাই নামেই খ্যাত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন