সাগর, কালা হাসান, পুষ্পা, নিপা ও তানিয়া শত শত দর্শনার্থীদের মাঝে ওরা ছিন্নমূল শিশু হিসেবেই পরিচিত। সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকা জুড়ে ওদের অবাধ বিচরণ। এ ধরনের শত শত শিশু রয়েছে এই এলাকায়। ওরা ফুল, পানি, বেলুন ও ময়ূরের পাখনা বিক্রি করে বেড়ায় সৌধ চত্বরের এদিক-ওদিক। এই সৌধ এলাকাতেই ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ভালোবাসার তকমা লাগিয়ে যখন কপোত-কপোতীরা ঘুরে বেড়ায় ওরা তখন পেটের তাগিদে ছুটে তাদের পিছু পিছু।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন