দেশে দেশে কালো টাকা একটি বহুল সমস্যা বলে বিবেচিত হয়ে থাকে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। Monetary Transmission mechanism অনুসারে অর্থ প্রবাহ এক স্থানে সংরক্ষিত না থেকে বরং বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। আর এ অর্থ প্রবাহ দুটো ধারার মাধ্যমে হয়ে থাকে: প্রাতিষ্ঠানিক কাঠামো অন্যটি অপ্রাতিষ্ঠানিক কাঠামো। এই অপ্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে যে লেনদেন হয় সেটিকে বলা হচ্ছে কালো টাকা। লেখক কাওসার রহমান নিরীক্ষাধর্মী কাজ করেছেন “কালো টাকার সন্ধানে” গ্রন্থে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন