নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সেন্সরে থাকা চলচ্চিত্র ‘ডুব’-এর প্রতিটি গল্প কথাশিল্পী হুমায়ূন আহমেদের জীবনের সঙ্গে মিলে যায় বলে দাবি করেছেন অভিনয়শিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। প্রয়াত এই লেখকের স্ত্রী শাওন আরো বলেছেন, ‘এই ছবিতে হুমায়ূন আহমেদকে নিয়ে বিভ্রান্তিকর অনেক তথ্য রয়েছে। তাই এই সিনেমা নিয়ে সেন্সর বোর্ডকে আমার আপত্তির কথা জানিয়েছি। আমাকে কেউ অপমান করলে সমস্যা নেই। কিন্তু মৌলিক কাহিনি দাবি করে কোনো ছবির মাধ্যমে হুমায়ূন আহমেদকে অপমান করা হলে, তা মেনে নিবো না।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন