গ্রামীণ মধ্যবিত্ত্য গৃহস্থ পরিবারে জন্ম। বড় হয়েছি মফস্বল শহরে। আমার শৈশব, দূরন্ত কৈশোর আর তারুণ্যের শুরুটা এখানেই। তাই আমার শিক্ষা, ভাবনা, দৃষ্টিভঙ্গির একটা বিরাট এলাকা জুড়ে আছে গ্রাম, হাওর ও মফস্বলের প্রভাব।
কিশোরগঞ্জ জেলা শহর থেকে জন্মভূমি নিকলী উপজেলার দামপাড়া গ্রামটির দূরত্ব গুগোল মানচিত্র অনুযায়ী মাত্র ২৪ কিলোমিটার। কিন্তু আবকাঠামোগত সীমাবদ্ধতায় এটা ছিলো অনেক দূরের পথ। রিকশা, নৌকা, পায়ে হাঁটা ছিলো যাতায়াতের মাধ্যম। সময় লাগতো প্রায় সারাদিন।
কিশোরগঞ্জ জেলা শহর থেকে জন্মভূমি নিকলী উপজেলার দামপাড়া গ্রামটির দূরত্ব গুগোল মানচিত্র অনুযায়ী মাত্র ২৪ কিলোমিটার। কিন্তু আবকাঠামোগত সীমাবদ্ধতায় এটা ছিলো অনেক দূরের পথ। রিকশা, নৌকা, পায়ে হাঁটা ছিলো যাতায়াতের মাধ্যম। সময় লাগতো প্রায় সারাদিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন