প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে প্রতিরক্ষা নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি হতে যাচ্ছে দাবি করে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, এই চুক্তির খবরে সারাদেশের মানুষ বিক্ষুদ্ধ হয়ে উঠেছে। দেশের জনগণ রক্ত ঢেলে দিয়ে অমিত বিক্রমে তা প্রতিহত করবে।
শুক্রবার রাজধানীতে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন। তিনি বলেন, ‘ভারতের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা চুক্তির বিষয় নিয়ে গুরুতর শঙ্কা ও সন্দেহ দেশবাসীর মনকে আছন্ন করে রেখেছে। লাখ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হতে চলেছে কী না তা নিয়ে এদেশের মানুষের দুশ্চিন্তার শেষ নেই।’
শুক্রবার রাজধানীতে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন। তিনি বলেন, ‘ভারতের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা চুক্তির বিষয় নিয়ে গুরুতর শঙ্কা ও সন্দেহ দেশবাসীর মনকে আছন্ন করে রেখেছে। লাখ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হতে চলেছে কী না তা নিয়ে এদেশের মানুষের দুশ্চিন্তার শেষ নেই।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন