বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করছে এখন জাজ মাল্টিমিডিয়া। এর কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ। এই শিল্প ছাড়াও তার আরও বেশি কিছু ব্যবসা রয়েছে। তার হাত ধরেই মূলত বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি যেন কিছুটা আলোর দেখা পায়। দেশের সিনেমা হল ডিজিটালাইজড করা, ডিজিটাল সিনেমা নির্মাণ থেকে শুরু করে নায়ক-নায়িকা তৈরিতে তার অবদান উল্লেখযোগ্য। কিন্তু বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে তারও রয়েছে হতাশা। তিনি বলছেন, নতুন করে ঢেলে না সাজালে শিগগিরই বন্ধ হবে যাবে ঢাকাই চলচ্চিত্র। বৃহস্পতিবার ঢাকাটাইমসের কথা হয় এই দূরদর্শী মানুষটির সঙ্গে। চলচ্চিত্রশিল্পের আজকের দুরবস্থা আর সংকট উত্তরণ নিয়ে নিজের পর্যবেক্ষণ ও ভাবনার কথা জানান তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন