ভারতের প্রখ্যাত ইসলামি শিক্ষা কেন্দ্র দারুল উলুম যেখানে প্রতিষ্ঠিত, সেই দেওবন্দের নাম বদলের প্রস্তাব করেছেন বিজেপি বিধায়ক ব্রিজেশ সিং। নতুন বিধানসভায় সরকারের কাছে প্রথম প্রস্তাবে দেওবন্দের নাম বদলে দেওভৃন্দ রাখার অনুরোধ জানাবেন তিনি।
সদ্যসমাপ্ত উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে সাহারানপুর জেলার দেওবন্দ থেকে জয়ী বিজেপি বিধায়ক ব্রিজেশ সিং জানিয়েছেন, তিনি নিজের অঞ্চলের নাম বদল করতে চান। মহাভারতে ওই এলাকার উল্লেখ রয়েছে 'দেওভৃন্দ' নামে। আশপাশের এলাকাগুলোও মহাভারতে জায়গা পেয়েছে। সেই আদিকালের নামেই এখন দেওবন্দকে ফিরিয়ে আনতে চান তিনি।
সদ্যসমাপ্ত উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে সাহারানপুর জেলার দেওবন্দ থেকে জয়ী বিজেপি বিধায়ক ব্রিজেশ সিং জানিয়েছেন, তিনি নিজের অঞ্চলের নাম বদল করতে চান। মহাভারতে ওই এলাকার উল্লেখ রয়েছে 'দেওভৃন্দ' নামে। আশপাশের এলাকাগুলোও মহাভারতে জায়গা পেয়েছে। সেই আদিকালের নামেই এখন দেওবন্দকে ফিরিয়ে আনতে চান তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন