রাজধানীতে পরিবহনের শৃঙ্খলা এবং ভাড়ায় সরকারি নিয়ন্ত্রণ আছে―এমন প্রমাণ নেই। বাস থেকে অটোরিকশা সবকিছুতে মালিকপক্ষের ইচ্ছাই শেষ কথা। এতে করে ঠকতে হচ্ছে যাত্রীদের। এ নিয়ে বিশেষ প্রতিবেদনের প্রথম পর্ব প্রকাশিত হলো এখানে।
রুট আছে, নেই লোকাল বাস
‘বন্ধু তুই লোকাল বাস রে/বন্ধু তুই লোকাল বাস!/আদর কইরা ঘরে তুলস/ঘাড় ধইরা নামাস’- হালে সংগীতশিল্পী মমতাজের ‘লোকাল বাস’ শীর্ষক এ গান খুব জনপ্রিয় হয়েছে। লোকাল বাসে যারা চড়েছেন, তাদের কমবেশি এ অভিজ্ঞতা আছে। তারপরও সীমিত আয়ের মানুষজন ঘুরেফিরে লোকাল বাসের খোঁজ করেন। কিন্তু রাজধানী থেকে এ বাস হারিয়ে যেতে বসেছে।
রুট আছে, নেই লোকাল বাস
‘বন্ধু তুই লোকাল বাস রে/বন্ধু তুই লোকাল বাস!/আদর কইরা ঘরে তুলস/ঘাড় ধইরা নামাস’- হালে সংগীতশিল্পী মমতাজের ‘লোকাল বাস’ শীর্ষক এ গান খুব জনপ্রিয় হয়েছে। লোকাল বাসে যারা চড়েছেন, তাদের কমবেশি এ অভিজ্ঞতা আছে। তারপরও সীমিত আয়ের মানুষজন ঘুরেফিরে লোকাল বাসের খোঁজ করেন। কিন্তু রাজধানী থেকে এ বাস হারিয়ে যেতে বসেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন