একটি বিশ্ববিদ্যালয়ের কাজ কী? খুব গম্ভীর ভঙ্গিতে বলা যায়, তাঁর কাজ হল জ্ঞান সৃষ্টি করা। গবেষণা করেই তো এই জ্ঞান সৃষ্টি করতে হয়, তাইনা? জ্ঞান আছে, কিন্তু চেতনা কোথায়? প্রকৃত মানুষ হতে গেলে যে সঠিক চেতনারও খুব দরকার। জ্ঞানের পাশাপাশি চেতনা সৃষ্টিতে কিংবা চেতনাকে জাগিয়ে তুলতেও যে বিশ্ববিদ্যালয়ের কাজ করার কথা। অন্তত বাংলাদেশের জন্য সঠিক চেতনার গুরুত্ব অপরিসীম। তাহলে কীভাবে এই জ্ঞান ও চেতনার সম্মিলন ঘটানো যায়?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন