শনিবার, ১ এপ্রিল, ২০১৭

বড়হাটেও জীবিত পাওয়া যায়নি কাউকে

http://www.dhakatimes24.com/2017/04/01/26592/%E0%A6%AC%E0%A7%9C%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%87%E0%A6%93-%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%AF%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%89%E0%A6%95%E0%A7%87
মৌলভীবাজারের বড়হাট এলাকায় ঘিরে রাখা জঙ্গি অস্তানাটি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে। এদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী আছেন।

শনিবার সকালে অভিযান চালানোর পর তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে এক সংবাদ সম্মেলনে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানান। এ সময় তিনি অভিযানের সমাপ্তি ঘোষণা করেন। তিনি বলেন, ‘সকালে অভিযান চালানোর সময় তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। গতকাল রাতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে তারা আত্মহুতি দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।’ তবে মরদেহগুলো ছিন্নভিন্ন ছিল কিনা সে বিষয়ে কিছু জানাননি তিনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন