হাওর অধ্যুষিত ষোড়শ শতকের সংস্কৃতির রাজধানী, মাসনাদে আলা ঈশা-খাঁ, বাংলার প্রথম মহিলা কবি চন্দ্রাবতী, উপেন্দ্র-সুকুমার-সত্যজিৎ এর স্মৃতি বিজড়িত, শত সংগ্রামের ঐতিহ্যের জনপদ কিশোরগঞ্জ গড়ে উঠেছে নরসুন্দার নরম পলি মাটি দিয়ে। তাই এই অঞ্চলের মানুষের মন কাঁদা মাটির মতোই নরম। কিশোরগঞ্জের এর বুক চিরে নরসুন্দা নদী এখন অতীত হলেও আমরা যারা দূরে থাকি জীবিকার তরে, আমাদের মনে গেঁথে আছে সেই চিরচেনা কিশোরগঞ্জ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন