একটি টাকাও নেই রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তহবিলে। এই বিশ্ববিদ্যালয়ের নামে কোনো ব্যাংক হিসাবও নেই। অথচ এরই মধ্যে শুরু হয়েছে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। কিন্তু টাকার অভাবে দাপ্তরিক কাজকর্মে কোনো গতি আসছে না। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি বরাদ্দ না পেলে পিছিয়ে পড়বে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়ন।
চলতি বছর থেকেই রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে। ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকেই উত্তরাঞ্চলের সব সরকারি-বেসরকারি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হবে। কিন্তু এখন পর্যন্ত একটি টাকাও বরাদ্দ পায়নি এই বিশ্ববিদ্যালয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন