সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেয়া আপিল বিভাগের রায় আওয়ামী লীগের নেতাকর্মীরা গত ১৫ দিন ধরে প্রচার করে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমেদ।
শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবে সমসাময়িক রাজনীতি নিয়ে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। এলডিপি এই আলোচনা সভার আয়োজন করে।
অলি বলেন, ‘আজকে প্রধান বিচারপতি যে রায় দিয়েছেন, আমি মনে করি এ রায় শত শত বছর পুরো জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে।’
এলডিপি চেয়ারম্যান বলেন, ‘মাননীয় বিচারপতি বলেছেন, দেশে গণতন্ত্রও নেই এবং সংসদের কার্যকারিতাও নেই। এটা কি কেউ না বলতে পারবেন। প্রধান বিচারপতি সাহেব যখন রায় দিয়েছেন, অতএব এটা কোটি মানুষের রায়। প্রধান বিচারপতি দেশকে বাঁচানোর চেষ্টা করেছেন।’
শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবে সমসাময়িক রাজনীতি নিয়ে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। এলডিপি এই আলোচনা সভার আয়োজন করে।
অলি বলেন, ‘আজকে প্রধান বিচারপতি যে রায় দিয়েছেন, আমি মনে করি এ রায় শত শত বছর পুরো জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে।’
এলডিপি চেয়ারম্যান বলেন, ‘মাননীয় বিচারপতি বলেছেন, দেশে গণতন্ত্রও নেই এবং সংসদের কার্যকারিতাও নেই। এটা কি কেউ না বলতে পারবেন। প্রধান বিচারপতি সাহেব যখন রায় দিয়েছেন, অতএব এটা কোটি মানুষের রায়। প্রধান বিচারপতি দেশকে বাঁচানোর চেষ্টা করেছেন।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন