জন্মলগ্ন থেকেই বিটিভির অন্যতম প্রধান আকর্ষণ নাটক। হোক খণ্ড, নয়ত পাক্ষিক ধারাবাহিক- সত্তর, আশি, নব্বই এই তিনটা দশক বঙ্গীয় বদ্বীপের এই অংশের মানুষ আসলে তাদের নাটক দেখেই কাটিয়েছে। আমজাদ হোসেনের ‘জব্বার আলী’ ছাড়া একটা সময় আমাদের ঈদ যেন কাটতেই চাইত না।
সাপ্তাহিকের আফজাল-সুবর্ণা-ফরীদি ত্রয়ী টিভি নাটকে ইতিহাস হয়ে আছেন। আশি-নব্বইয়ের দশকে বাংলাদেশের বিটিভি ধারাবাহিককে বলা যায় একাই টেনে নিয়ে গেছেন কথাশিল্পী হুমায়ূন আহমেদ। তার এইসব দিনরাত্রি, বহুব্রীহি, অয়োময়, কোথাও কেউ নেই, আজ রবিবার- একের পর এক কাজ লুফে নিয়েছে নাট্যপ্রেমীরা।
সাপ্তাহিকের আফজাল-সুবর্ণা-ফরীদি ত্রয়ী টিভি নাটকে ইতিহাস হয়ে আছেন। আশি-নব্বইয়ের দশকে বাংলাদেশের বিটিভি ধারাবাহিককে বলা যায় একাই টেনে নিয়ে গেছেন কথাশিল্পী হুমায়ূন আহমেদ। তার এইসব দিনরাত্রি, বহুব্রীহি, অয়োময়, কোথাও কেউ নেই, আজ রবিবার- একের পর এক কাজ লুফে নিয়েছে নাট্যপ্রেমীরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন