বর্ণনা দুটো এই শহরের। যে শহরে সূর্য ওঠে কর্মব্যস্ত মানুষকে ঘুম থেকে জাগিয়ে তুলতে। তারপর জীবিকার সন্ধানে ছুটে বেড়ানো। আবার দিন শেষে ঝাঁকের পাখির মতো বাড়ি ফেরায় যাদের নিত্য অভ্যাস। বর্ণনাস্থল ভিন্ন। মিরপুর ঘেঁষা কালশীর রাস্তাটা যেন একটা নদীর মতো। যে নদীর ঘুম ভাঙেনি। তার বুক বেয়ে চলছে চার চাকার যানগুলো। বেশ ব্যস্ত রাস্তা। তবে শান্ত। ক্যান্টনমেন্ট উড়াল সেতু থেকে নেমে যাওয়া রাস্তাটিতে যানজট চোখে পড়ে না। কী সকাল কী রাত। একই রকম। ওই পথে যারা নিয়মিত চলাফেরা করেন তাদের জন্য ভ্রমণ বেশ আরামের। কিন্তু কালশীর রাস্তা পার হয়ে যেই না আপনি ওঠে এলেন মিরপুরের রাস্তায় মেজাজ বিগড়ে যেতে খুব বেশি সময় লাগবে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন